অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি ক্যাডার তৈরির জন্যই অগ্নিপথ এনেছে দেশের বিজেপি সরকার। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বললেন, \"স্বরাষ্ট্রমন্ত্রক অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছে, তা সেনা নিয়োগের জন্য নয়। আসলে এসব হল চাকরি দেওয়ার নাম করে পার্টি ক্যাডার তৈরি করা।\'\' মমতা বন্দ্য়োপাধ্যায়ের ওই মন্তব্যের জেরে ফের বিতর্ক শুরু হয়েছে।